Thank you, thank you, আচ্ছা, এবার কোন গান গাব? পুরনো অনেক গান গাইলাম এই 'পরাহত' বারবার বলতেছে 'প্রার্থনাদ'? ('পরাহত', 'সেই তুমি') 'সেই তুমি'? 'সেই তুমি কে?', ওটা আসবে, hopefully next month এ আসবে এটা pandemic এর জন্য আমরা video shoot করতে পারছি না গানটা হয়ে গেছে, গতবছর একটা গান করার কথা ছিল 'বিয়োগান্ত', that's a nice song, হ্যাঁ (পরাহত) Ok, next হচ্ছে, যেহেতু ওই গানটা আসলোই এটাও পুরনো গান, আজকে বেশি পুরনো গান হয়ে যাচ্ছে পুরনো গানই করি কিছুক্ষণ ♪ Singer-songwriter হিসেবে আমি যত গান লিখেছি, সুর করেছি, গেয়েছি এটা আমার সবচাইতে favorite, hands down ♪ আমার এ জীবনটাকে আমি বুঝতে পেরেও বুঝে উঠিনি আমি কি তোমার তুলির আঁচড় শুধু? তোমার রঙের খোরাক শুধু? আর লাল রঙের তুলিতে রাঙিও না আমার জীবন আমার আঁকা স্বপ্নগুলো ছিঁড়ে ফেলে দুঃস্বপ্ন তুমি আর এঁকো না চাই না ঘৃণা করতে তোমাকে চাই শুধু তোমাকে প্রার্থনায়- চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি ♪ পুরনো চাদর পশ্চিমে বিছিয়ে আমি একা বসে তোমার তরে আমার প্রার্থনা তোমার তরে আমার আর্তনাদ আর লাল রঙের তুলিতে রাঙিও না আমার জীবন আমার আঁকা স্বপ্নগুলো ছিঁড়ে ফেলে দুঃস্বপ্ন তুমি আর এঁকো না One, two, three চাই না ঘৃণা করতে তোমাকে চাই শুধু তোমাকে প্রার্থনায়- চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি