Ok, আরেকটা গান করি যেটা এমন গান যেটা সবাই গাইতে পারবে কী গান? এই গানটা সবাই গাইতে পারবে, দেখি না, আলো তো last গান চলে যাব? শেষ করে দেবো? না-না এটা গাই ♪ 1, 2, 3 আমি ডানা ছাড়া পাখি তোমার আশায় আশায় থাকি আমি পটে আঁকা ছবি, প্রেম তুমি ভালোবাসায় সবই তুমি ছুঁয়ে দিলে এই মন আমি উড়ব আজীবন তুমি ছুঁয়ে দিলে এ মন আমি উড়ব আজীবন ♪ তুমি আকাশের ওই নীল আমি মেঘে মেঘে স্বপ্নিল তুমি হাওয়া হয়ে আসো শুধু আমাকে ভালোবেসো তুমি মনের আল্পনা তুমি সেই প্রিয় কল্পনা তুমি ছুঁয়ে (দিলে এই মন) আমি উড়ব আজীবন তুমি ছুঁয়ে (দিলে এই মন) আমি উড়ব আজীবন (আরেকবার) তুমি ছুঁয়ে দিলে এই মন আমি উড়ব আজীবন তুমি ছুঁয়ে দিলে এ মন আমি উড়ব আজীবন ♪ যেন ছায়া হয়ে আছি যেন তোমায় নিয়েই বাঁচি তুমি আমার সুখপাখি বলো কোথায় তোমায় রাখি তুমি রাত-দিন আমার আমি ডুবে থাকি সারাটাক্ষণ তুমি ছুঁয়ে (দিলে এই মন) (আমি উড়ব আজীবন) (তুমি ছুঁয়ে দিলে এই মন) (আমি উড়ব আজীবন) তুমি ছুঁয়ে দিলে এই মন আমি উড়ব আজীবন তুমি ছুঁয়ে দিলে এ মন আমি উড়ব আজীবন তুমি ছুঁয়ে দিলে এই মন আমি উড়ব আজীবন তুমি ছুঁয়ে দিলে এ মন আমি উড়ব আজীবন Tahsanians, তোমরা ছুঁয়ে দিলে মন আমি উড়ব সারা জীবন, thank you ২০০৪ সালে যখন 'কথোপকথন' রিলিজ পেল তখন অনেক অনেক ভক্ত হচ্ছে আমার শুরুর দিকে নিজেকে অনেক বড়ো বড়ো মনে হচ্ছে কী জানি একটা হয়ে গেছি এখন হাসি পায় সে সময়ের কথা চিন্তা করলে আমার মা বলতো যে, "তোর মাঝে যেন কখনও দম্ভ না আসে" But হয় কী, অনেক বেশি attention পেতাম তখন একটু মনে হয়েছিল 'কী জানি হয়ে গেলাম' তখন অনেকগুলো fan group তৈরি হলো Fan group-রা নিজেদেরকে Tahsanian বলা শুরু করল খুব মজা লাগতে শুরু করল, আরেব্বাবা তারা আমার ভক্তরা নিজেদেরকে Tahsanian বলে আমিও শব্দটা ব্যবহার করতাম তারপরে একটা সময় realize করলাম যে আমার ভক্তরা তাঁদের নিজেদেরকে ভালোবেসে এই নামটা ডাকতেই পারে কিন্তু আমার মুখে কথাটা শোভা পায় না মানে আমার মনে হল যে একটু লজ্জাই লাগে বলতে So, অনেক বছর পরে শব্দটা use করলাম যেটা হয় যে, ভালোবাসার বহিঃপ্রকাশ তো অনেকভাবেই হয় আমরা অনেক lucky, অনেক ভালোবাসা পাই কিন্তু অনেক সময় ভালোবাসার বহিঃপ্রকাশটা এত বেশি হয়ে যায় আমাদের একটু tension ও হয় যেরকম অনেকসময় যেটা হয় যে অনেক দূর থেকে, হয়তো পটুয়াখালী থেকে একটা ছেলে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে সকাল থেকে রাত পর্যন্ত এখন কেমন ছেলেটা আমি তো আসলে জানি না কী, ভক্ত বলছে, কিন্তু দেখা গেল যে একটা incident হয়ে গেল বাসার সামনে So, এরকম হয় কী আমার অনেককিছু চিন্তা করে ভক্তদের সাথে একটা interact করতে হয় এখানে হয়তো অনেকজন আছেন যাদেরকে আমি হয়তো অনেক জায়গায় অনেকবার দেখেছি কিন্তু আসলে তো আমি আপনাদের চিনি না এ কারণে হয় কী খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাতেও কিন্তু আসলে যেতে পারি না এক ধরণের চিন্তা করতে হয় কিন্তু যখন আস্তে আস্তে দেখা হতে থাকে তারপরে realize করি যে না, মানুষটা আসলেই ভক্ত কোনো অন্য কোনোরকমের চিন্তা নেই তখন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা জায়গায় যেতে পারি So, এইভাবে করেই অনেক বন্ধু আমার হয় জীবনে যারা ভক্ত থেকে বন্ধু হয়, ছোটো ভাইয়ের মতো হয় যারা আমার জীবনের একটা integral part হয়ে যায় কিন্তু অনেকে হয়, আবার অনেকে হয় না অনেকে দেখি যে বেশি, একটু psychotic হয়ে গেছে হাত কেটে নাম লিখছে হয়তো মানে আমি তো এরকম চাই না ঠিক আছে? আমি এমন মানুষ চাই যে আমাকে মানুষের মতোও treat করবে আবার শ্রদ্ধা করবে ভক্ত হিসেবেও ওই দূরত্বটাও বুঝবে আবার আমাকে শ্রদ্ধাও করবে কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা আসলে একেবারেই কাছের মানুষ হয়ে যায় এরকম মানুষ হয়েছে যেরকম আমার অনেক বছরের manager ছিল আরিয়ান ও ভক্ত হিসেবেই পরিচয় আজ থেকে ১৮ বছর আগে তারপরে তো এমনভাবে আমার সাথে তার পরিচয় হতে হতে হতে আমি দেখলাম যে he genuinely loves me, and he became a manager এবং ১০-১২ বছর manager ছিল, এখন সে অ্যামেরিকায় চলে গেছে এখন ওর ছোটোভাইরাই আমার manage করে আমাকে So, এরকম আরেকজন মানুষ recently আমার জীবনে আশীর্বাদ হিসেবে এসছে সে আজকে এ show-তে আছে আমি তাকে নাম বলে লজ্জিত করব না But he has become a very Integral part of my well being recently I would like to thank him and নাম বলে তাকে লজ্জিত করব না thank you very much Thank you সায়ান