(সেই তুমি কে?) কোনো এক ভোরে ধোঁয়া ওঠা চায়ের কাপে তোমার সাথে সকাল দেখবো, সেই তুমি কে? কোনো এক ভোরে ধোঁয়া ওঠা চায়ের কাপে তোমার সাথে সকাল দেখবো, সেই তুমি কে? সেই তুমি কে? ♪ কোনো এক বৃষ্টি দিনে সূর্য উঁকি দিলে রংধনু খুঁজতে খুঁজতে ভেসে যাবো মেঘের তুলিতে খালি পায়ে মেঠো পথে বৃষ্টির সোঁদা গন্ধে হাত ধরে কোনো এক ভোরে ধোঁয়া ওঠা চায়ের কাপে তোমার সাথে সকাল দেখবো, সেই তুমি কে? কোনো এক ভোরে ধোঁয়া ওঠা চায়ের কাপে তোমার সাথে সকাল দেখবো, সেই তুমি কে? সেই তুমি কে? ♪ কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে? সেই তুমি কে? সেই তুমি কে? সেই তুমি কে? সেই তুমি কে? সেই তুমি কে? সেই তুমি কে? (সেই তুমি কে?) কোনো এক ভোরে ধোঁয়া ওঠা চায়ের কাপে তোমার সাথে সকাল দেখবো, সেই তুমি কে? সেই তুমি কে? ডাকছি তোমায়, ধোঁয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে?