কারো কারো ভেতর ভাঙার গল্প মেলে না কভু গল্পতে ডানা কারো কারো শিখে নেয়া লাগে হাসিতে অশ্রু লুকাতে জানা আমি শিখে নিয়েছি, জেনে গেছি এই বোবা কান্না শোনার হৃদয় কারো নেই কেউ কেউ মেনে নেয় নিয়তি নির্মমতার নীল নিয়ম যত না বাধা এ আমি বাধা নেই তত রঙের রকম কেউ কেউ মেনে নেয় নিয়তি নির্মমতার নীল নিয়ম যত না বাধা এ আমি বাধা নেই তত রঙের রকম ♪ প্রেম ছাড়াই ভালোবেসে অনেকে কত কি বোঝায়, আঁকে খেয়াল ভুলে প্রেম না করো, না করে ব্যবধান স্বার্থান্বেষে হয় বাধারই দেয়াল আমি শিখে নিয়েছি, জেনে গেছি এই বোবা কান্না শোনার হৃদয় কারো নেই কেউ কেউ মেনে নেয় নিয়তি নির্মমতার নীল নিয়ম যত না বাধা এ আমি বাধা নেই তত রঙের রকম কেউ কেউ মেনে নেয় নিয়তি নির্মমতার নীল নিয়ম যত না বাধা এ আমি বাধা নেই তত রঙের রকম ♪ বুকের কথা কেউ না এনে মুখে আদুরে কথা জাদুতে বাঁধে যায় না বোঝা তবু এই ছলা কলা কল্পনাতেই এক মায়ারই ফাঁদে আমি শিখে নিয়েছি, জেনে গেছি এই বোবা কান্না শোনার হৃদয় কারো নেই কেউ কেউ মেনে নেয় নিয়তি নির্মমতার নীল নিয়ম যত না বাধা এ আমি বাধা নেই তত রঙের রকম কেউ কেউ মেনে নেয় নিয়তি নির্মমতার নীল নিয়ম যত না বাধা এ আমি বাধা নেই তত রঙের রকম