শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে আজ ধরে আছি আমি এই আমার আঁকড়ে আছি কলঙ্কের সেই রক্তিম সিংহাসন হাজার ক্ষুব্ধ কলহের পর উগ্র শ্বাস শুনে ডুবে গেছে বালুচর ক্ষীপ্ত পৃথিবীর অভিশাপে কেউ আপন আর কেউ পর কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ চাইনা কোন মিছে আশা ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক এখন আমি একা আবার গড়ে তুলবো পৃথিবীকে নতুন করে সাজিয়ে দেবো স্রষ্টার আলোকে অপরুপ এ প্রহর চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি হারিয়ে গেলে মেঘের আকাশে জ্বলন্ত চিতার আগুনে তারা জ্বলবে বাতাসে তবু হাল ছাড়েনি সেই পাহাড়ি মেয়ে চোখটা আবেগে ছলছলে করছে প্রার্থনা ও চাঁদমামা ফিরে কবে আসবে? কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ চাইনা কোন মিছে আশা ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ চাইনা কোন মিছে আশা ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক