Kishore Kumar Hits

Stoic Bliss - Mayabi Chokh şarkı sözleri

Sanatçı: Stoic Bliss

albüm: Light Years Ahead (Re-Mastered)


সুধী দর্শকমন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে Stoic Bliss এর গান
তো তাড়াতাড়ি আপনাদের টুউন-ওয়ানের ভলিউম অন করেন
যাতে ফাট্টা যাইত্তা মইরা যায়
Yeah, রাজীব ভাই, কাজী and মানা
Bringing it to you live from New York City
Double R on the beat man, yeah
Damn boy you're so fine
Need to make you mine
Just don't cross that line
Meet me at the club tonight
Your girl I can be
You don't have to love me
But to touch my body
You gotta truely love me
তোমারই ঐ মায়াবী চোখে যেন ঢেকে যায় ঐ নীল আভা, ক্লান্ত গোধূলি বেলায়
তবু যে ঐ দূর নীলিমায় এই স্তব্ধতায় যেন ঢেকে যায়, মৃদু সেই হিমেল হাওয়ায়
কেন যে ফিরে চাও আবার, জোছনা অন্ধকার সাথে চাঁদ-তারা, সেই রাত সাথী যে আমার
মনেরই সব ভাবনা ভেঙ্গে তোমাকে খুঁজে যাই আমি বারেবার, ফিরে এসো তবে ঘোর ভাঙ্গার
রাতেরই আঁধারে, ফুলেরই বাগানে ভেসে আসে তোমার ছবি
একাকী বিরহে মধুরই আবেগে, ভাঙা এই হৃদয়ে, একা আমি
বিলিয়ে সব সুখ, চিনে নেব বেদনা, শুধু এসে দেখনা এই লীলা খেলা
চোখ দুটো নাচিয়ে, কোমরটা ঝাঁকিয়ে, আসো রাতের আড়ালে, কোরো না অবহেলা
ভেবে ভেবে যেন এই তোমাকে আমার মনেতে
কত অসহায় তবু একা দূরে দেখে যাই
এসোনা কেন তুমি ভেবে যাও এ ঘর অন্ধকার
শুধু লাল আভা ধীরে ধীরে যেন কাছে আসা
সুপ্ত সব বেদনা রেখে দাও এ মন খুলে দাও
ছেড়ে সব বাঁধন কেন একা রাখ এই মন
ক্লান্ত সেই দেখ জড়িয়ে রেখেছো এই আমায়
বেঁধে রাখতে ভয় তবে বাড়ে বাড়ে আসো যাও
Yeah, I don't know you
And yeah, you don't know me
But together can we
Dance real closely
Put your hands on my hips
And dance nice like this
Please, don't you trip
Or else your heart will skip
সুপ্ত সে আবেগে, সকাল থেকে বিকালে, সমান উল্লাসে মন মেতে ওঠে
মৃদু হাওয়ার আঁচলে, শীতের হিমেল সকালে, কুয়াশা ভরা এই বৃন্দাবনে
চোখ তার সচেতন, ঠোটে কিছু শিহরণ, থেকে যাও কিছুক্ষন আমার সাথে
জোনাকির মত নিভে যাবে আজ সব আলো, রঙ্গিন চোখে সব ছবি দেখি সাদা কালো
তোমারই ঐ মায়াবী চোখে যেন ঢেকে যায় ঐ নীল আভা, ক্লান্ত গোধূলি বেলায়
তবু যে ঐ দূর নীলিমায় এই স্তব্ধতায় যেন ঢেকে যায়, মৃদু সেই হিমেল হাওয়ায়
কেন যে ফিরে চাও আবার, জোছনা অন্ধকার সাথে চাঁদ-তারা, সেই রাত সাথী যে আমার
মনেরই সব ভাবনা ভেঙ্গে তোমাকে খুঁজে যাই আমি বারেবার, ফিরে এসো তবে ঘোর ভাঙ্গার
রাতেরই আঁধারে, ফুলেরই বাগানে ভেসে আসে তোমার ছবি
একাকী বিরহে মধুরই আবেগে, ভাঙা এই হৃদয়ে, একা আমি
বিলিয়ে সব সুখ, চিনে নেব...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

GALI

2023 · mini albüm

Benzer Sanatçılar