Kishore Kumar Hits

Shunno - Godhulir Opare şarkı sözleri

Sanatçı: Shunno

albüm: Shoto Asha


ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
ঘুম নেমে আসা আকাশটাকে
হয়নি ধরা ভূলের স্রোতে
হয়নি ছোঁয়া ওই আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকে ফিরে পেতে আমার অপেক্ষায়
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
শব্দহীন বালুচরে
ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনূভুতি ভাষায় ফেলে
চলো আজ ফিরে যাই গোধুলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar