হয়তো তোমার হাসি খুবই ভালো লাগে নয়তো তোমার নীরবতা বড়ো কানে লাগে হয়তো এ মন মনে মনে তোমায় ডাকে নয়তো না পেয়ে তোমায় হারাবার ভয় থাকে হয়তো, নয়তো, হবে বেশি অল্পে কাছে আসার এই গল্পে তুমি দূরে থাকো বা বুকেরই বাঁ পাশে তুমি মনে রাখো না রাখো আমাকে ঠিক আছে ঠিক আছে তুমি দূরে থাকো বা বুকেরই বাঁ পাশে তুমি মনে রাখো না রাখো আমাকে ঠিক আছে ঠিক আছে ♪ হয়তো চোখে চোখে কত কথা বলি নয়তো তোমার বলা বলা কথা শেষ করি আমাদের এ টান নেই কোনো অভিধানে হয়তো বুঝি তোমায়, নয়তো খুঁজি অনুমানে হয়তো, নয়তো, হবে বেশি অল্পে কাছে আসার এই গল্পে তুমি দূরে থাকো বা বুকেরই বাঁ পাশে তুমি মনে রাখো না রাখো আমাকে ঠিক আছে ঠিক আছে তুমি দূরে থাকো বা বুকেরই বাঁ পাশে তুমি মনে রাখো না রাখো আমাকে ঠিক আছে ঠিক আছে