Kishore Kumar Hits

Shitom Ahmed - Tomar Chaya X Likhi Na Ar Toke Niye Kobita - Lofi şarkı sözleri

Sanatçı: Shitom Ahmed

albüm: Tomar Chaya X Likhi Na Ar Toke Niye Kobita (Lofi)


কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে
কখনো কি মনেতে লুকানো কথাগুলো সে শুনতে পাবে
যতবার Call করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে
আবার আমি বের হলে বলো কি করো তুমি অন্যদের মাঝে
লিখি না আর তোকে নিয়ে কবিতা
ছিড়ে ফেলেছি আঁকা সেই ছবিটা
এইভাবে যদি আরও কিছু দিন যায়
হয়তো মুছে যাবে তোর নামটা
কষ্ট সব আমাকেই দিলে
আবার আমাকেই দোষারোপ করলে
ঠিক আছে আমি সবটুকু ভালো না
কিন্তু কখনো করিনি ছলনা
চাই ছুটে যায় দূরে কোথাও পালাই
তোমার ছায়া থেকে সরে যেতে চাই
আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যাথা
মনে রেখো তুমিও দিয়েছিলে কথা
মনে কি পড়ে আমার তোমার গল্পগুলো
কত কথা হতো লুকিয়ে মাঝরাতে
বাহানা বানিয়ে থাকতাম তোমার সাথে
বলতে আমার নিঃশ্বাস তোমার ভালো লাগে
অযথা লাগে এখন এতটা সময় গেলো
আমার তোমার বৃথা অনুরাগে
চাই ছুটে যায় দূরে কোথাও পালাই
তোমার ছায়া থেকে সরে যেতে চাই
কষ্ট সব আমাকেই দিলে
আবার আমাকেই দোষারোপ করলে
ঠিক আছে আমি সবটুকু ভালো না
কিন্তু কখনো করিনি ছলনা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar