যদি আমি ভুলে যাই তোমার ছবি, তোমার আদরটাকে আর যদি না যাই তোমাকে নিয়ে আমার ফাকা campus -এ তবে কেন ফেলে দিলে তোমাকে দেয়া আঙুলের ring -টাকে? কীভাবে পারলে তুমি আমার বলেও আবার অন্যের হতে? বিশ্বাস করেছি আমি তোমার মিষ্টি হাসি ওই চোখ দিয়েছে ধোঁকা কেন আজ আমি একা? কেন আজ আমি একা? যদি তুমি বলে দিতে এমন হবে আমি হয়তো বুঝে নিতাম স্বপ্ন না দেখিয়ে চলে যেতে আমি হয়তো সরে যেতাম আদর এত করলে কেন জানতে যদি কিছুই আর থাকবে না? এখন এত দূরে আছো, দূরেই থাকো তোমাকে আর লাগবে না বিশ্বাস (বিশ্বাস) করেছি আমি (করেছি, করেছি) তোমার মিষ্টি হাসি ওই চোখ (ওই চোখ) দিয়েছে ধোঁকা (দিয়েছে ধোঁকা) কেন আজ আমি একা? কেন আজ আমি একা?