ধরে রাখো, বৃষ্টি নেমে যাক ঝরে পড়ুক শিমুল পলাশ আজ তুমি আছো, সময় থেমে যাক মিথ্যেগুলো সত্যি হবে আজ আমি তোমাকে দিয়েছি যা ছিল বাকি চাই পাশে থাক স্বপ্নগুলো সাজিয়েছি যেন করে নিতে পারি ভাগ আমি তোমাকে দিয়েছি যা ছিল বাকি চাই পাশে থাক স্বপ্নগুলো সাজিয়েছি যেন করে নিতে পারি ভাগ যদি ছুঁতে চাও আড়ালে ডেকো তুমি আমাকে স্বভাবে রেখো তুমি আমাকে একটু জায়গা দাও আর আমি কি তোমাকে পেতে পারি যতটুক পাওয়া যায় ততখানি নাকি একটু বেশি আমাকে চাও আমি তোমাকে দিয়েছি যা ছিল বাকি চাই পাশে থাক স্বপ্নগুলো সাজিয়েছি যেন করে নিতে পারি ভাগ আমি তোমাকে দিয়েছি যা ছিল বাকি চাই পাশে থাক স্বপ্নগুলো সাজিয়েছি যেন করে নিতে পারি ভাগ