Pritom Hasan - Durrotto şarkı sözleri
Sanatçı:
Pritom Hasan
albüm: Pritom
হাজার চেষ্টা করেও পারিনি তারে,
বাধিতে হৃদয়ের বন্ধনে।
সে যে গেলো চলে যাইনি বলে,
জানিনা কোন কারনে।
হাজার চেষ্টা করেও পারিনি তারে,
বাধিতে হৃদয়ের বন্ধনে।
সে যে গেলো চলে যাইনি বলে,
জানিনা কোন কারনে।
ভেসে যাই একা আধারে,
জ্বলে যায় বুক অশ্রু ঝড়ে।
বাড়ছে দূরত্ব কমে গুরুত্ব, দুজন দুদিকে।
তোমার আবেগ ধূসর মেঘ, জমছে দুচোখে।
বাড়ছে দূরত্ব,কমে গুরুত্ব, দুজন দুদিকে।
তোমার আবেগ ধূসর মেঘ, জমছে দুচোখে।
অজস্র যত চাওয়া পুড়ে না পাওয়ার ব্যাথায়,
সীমাহীন এ যন্ত্রণা।
বেদনা গ্রস্থ স্মৃতি নীরবে আমায় পুড়ায়,
চেনা মুখ আজও অচেনা।
হতাশার কালো চাদরে আশার আলো ঢেকে যায়।
বাড়ছে দূরত্ব কমে গুরুত্ব, দুজন দুদিকে।
তোমার আবেগ ধূসর মেঘ, জমছে দুচোখে।
বাড়ছে দূরত্ব কমে গুরুত্ব, দুজন দুদিকে।
তোমার আবেগ ধূসর মেঘ, জমছে দুচোখে।
বিভ্রান্ত ক্লান্ত সময় নিরুপায় খোঁজে আশ্রয়
প্রশ্নেরা সব নিরুত্তর।
সপ্নেরা সব ভীড় জমায় আহত পাখির ডানায়,
বিষণ্ণ আমার এ প্রহর।
নিশ্চুপ এ নীরবতা হৃদয়েতে হাহাকার।
বাড়ছে দূরত্ব কমে গুরুত্ব, দুজন দুদিকে।
তোমার আবেগ ধূসর মেঘ, জমছে দুচোখে।
বাড়ছে দূরত্ব কমে গুরুত্ব, দুজন দুদিকে।
তোমার আবেগ ধূসর মেঘ, জমছে দুচোখে।
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri