Pritom Hasan - Bolo Kar Shondhane şarkı sözleri
Sanatçı:
Pritom Hasan
albüm: Pritom
যাই যাক চলে হারিয়ে
যাওয়া খন
ফিরে পাবেনা ভেবে আর
চলে অতীতের আঙিনায়
শময় তো নো বহমান
কেন যে না বুঝে
খুঁজে ফিরি অচেনা ঠিকানা
কেন আনমনে নিরবে হারিয়েও
ফেলে আসা শুর যেনো
ফিরে আসে
বলো কর সন্ধানে
খোজ কাকে বলো তুমি আনমনে
বলো কর সন্ধানে
চুপি চুপি খোজ করে আনমনে
বলো
কেন যে দিন গুলো
লাগে একা একা
কাটতে চাইনা সমায়
মন কে কত বলি
এলো মেলো হয়ে চলি
লাগেনা কখনো ভায়
কত যে খুঁজে শুক
কত যে দেখেছি রূপ
কত যে বিষে ভরা মুখে হাসি
তাই অতিথি ফিরে
চলছি রিরে রীরে
দেখি কথার শে আমাএ
নিয়ে চলে
বলো কর সন্ধানে
খোজ কাকে বলো তুমি আনমনে
বলো কার সন্ধানে
চুপি চুপি খোজ করে আনমনে
বলো
নিজের মন কনে
সোনালী এই দিনে
কতকিছু ভেবেজাই
দেখছি কত এলো
লাগছে কত ভালো
নতুন এই ঠিকানায়
আছি সব ছেড়ে
উর্ব পাখা মেলে
থামাতে পারবেনা কেও
আমাকে
সব ছড়িয়ে যাবো
আজ হারিয়ে যাবো
দেখবনা আমি আজ পিছু ফিরে
বলো কার সন্ধানে
(কার সন্ধানে)
খুঁজে কাকে বলো তুমি
আনমনে
বলো কার সন্ধানে
(কার সন্ধানে)
চুপি চুপি খোঁজো কারে
আনমনে
বলো
চুপি চুপি খোঁজো করে আনমনে
ও
বলো
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri