Kishore Kumar Hits

Selim Chowdhury - Sona Bondhey Amare Dewana Banailo şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Hason Rajar Gaan


সোনাবন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনাবন্ধে আমারে পাগল করিলো
আরে, না জানি কী মন্ত্র পড়ি জাদু করিলো
সোনাবন্ধে-
ও, সোনাবন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনাবন্ধে আমারে পাগল করিলো

রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
সেই অবধি লাগলো আমার শ্যাম পিরিতির টানা
আরে, সেই অবধি লাগলো আমার শ্যাম পিরিতির টানা
সোনাবন্ধে-
ও, সোনাবন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনাবন্ধে আমারে পাগল করিলো

হাসন রাজা হইলো পাগল, লোকের হইলো জানা
হাসন রাজা হইলো পাগল, লোকের হইলো জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা
আরে, নাচে নাচে পালায় পালায় আর গায় গানা
সোনাবন্ধে-
ও, সোনাবন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনাবন্ধে আমারে পাগল করিলো

মুখ চাহিয়া হাসে আমার যত আড়ি-পরী
মুখ চাহিয়া হাসে আমার যত আড়ি-পরী
দেখিয়াছি বন্ধের রূপ, ভুলিতে না পারি
আরে, দেখিয়াছি বন্ধের রূপ, ভুলিতে না পারি
সোনাবন্ধে-
ও, সোনাবন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনাবন্ধে আমারে পাগল করিলো
আরে, না জানি কী মন্ত্র পড়ি জাদু করিলো
সোনাবন্ধে-
ও, সোনাবন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনাবন্ধে আমারে পাগল করিলো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar