Kishore Kumar Hits

Selim Chowdhury - Hason Rajay Koy, Ami Kichu Noy Re Ami Kichu Noy şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Hason Rajar Gaan


হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"
অন্তরে বাহিরে দেখি-
অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"

প্রেমের বাজারে হাসন রাজা হইয়াছে লয়
প্রেমের বাজারে হাসন রাজা হইয়াছে লয়
তুমি বিনে হাসন রাজায়-
তুমি বিনে হাসন রাজায় কিছু নাহি সয়
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"

প্রেমের জ্বালায় জ্বইলা মইলাম, আর নাহি সয়
প্রেমের জ্বালায় জ্বইলা মইলাম, আর নাহি সয়
যে দিকে ফিরিয়া চাই-
যে দিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"

তুমি-আমি, আমি-তুমি ছাড়িয়াছি ভয়
তুমি-আমি, আমি-তুমি ছাড়িয়াছি ভয়
উন্মাদ হইয়া হাসন-
উন্মাদ হইয়া হাসন নাচিয়া বেড়ায়
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"
অন্তরে বাহিরে দেখি-
অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"
হাসন রাজায় কয়
"আমি কিছু নয় রে, আমি কিছু নয়"

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar