Kishore Kumar Hits

Selim Chowdhury - Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Hason Rajar Gaan


মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
হায় রে, কাঁদে হাসন রাজার মন-মুনিয়ায় রে
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
হায় রে, কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে

মায়ে বাপে কইরলা বন্দী খুশির মাঝারে
মায়ে বাপে কইরলা বন্দী খুশির মাঝারে
লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে রে
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
হায় রে, কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে

পিঞ্জিরায় শামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
পিঞ্জিরায় শামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
হায় রে, কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে

উড়িয়া যাইবো শুয়া পাখি, পড়িয়া রইবো কায়া
উড়িয়া যাইবো শুয়া পাখি, পড়িয়া রইবো কায়া
কিসের দেশ, কিসের খেশ, কিসের মায়া-দয়া রে
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
হায় রে, কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে

হাসন রাজায় ডাকবো যখন, "ময়না, আয় রে, আয়"
হাসন রাজায় ডাকবো যখন, "ময়না, আয় রে, আয়"
এমন নিষ্ঠুর ময়না আর কি ফিরিয়া চায় রে
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
হায় রে, কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
হায় রে, কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে
হায় রে, কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar