Kishore Kumar Hits

Selim Chowdhury - Loke Bole , Bolere Ghar Bari Bhala Naye Amar şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Hason Rajar Gaan


লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
কী ঘর বানাইমু আমি
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর
হায় রে, কয়দিন থাকমু আর
ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর
হায় রে, কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

এই ভাবিয়া হাসান রাজায় ঘর-দুয়ার না বান্ধে
হায় রে, ঘর-দুয়ার না বান্ধে
এই ভাবিয়া হাসান রাজায় ঘর-দুয়ার না বান্ধে
হায় রে, ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখবো আল্লায়
কোথায় নিয়া রাখবো আল্লায়, তার লাগিয়া কান্দে
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার

জানতো যদি হাসন রাজায় বাঁচবো কতদিন
হায় রে, বাঁচবো কতদিন
জানতো যদি হাসন রাজায় বাঁচবো কতদিন
হায় রে, বাঁচবো কতদিন
বানাইতো দালান-কোঠা
বানাইতো দালান-কোঠা করিয়া রঙিন
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
কী ঘর বানাইমু আমি
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার
ঘরবাড়ি ভালা না আমার
ঘরবাড়ি ভালা না আমার

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar