বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জরজর
মনে লয় বাহির হইতাম
ছাইড়া বাড়ি-ঘর
বন্ধু তোর লাইগা রে
ও বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জরজর
মনে লয় চলিয়া যাইতাম
থুইয়া বাড়ি-ঘর
বন্ধু তোর লাইগা রে
♪
বটবৃক্ষের তলে গেলাম
ছায়া পাইবার আশে
বটবৃক্ষের তলে গেলাম
ছায়া পাইবার আশে
ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে
আপন কর্মদোষে
হায় রে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে
আপন কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জরজর
মনে লয় বাহির হইতাম
ছাইড়া বাড়ি-ঘর
বন্ধু তোর লাইগা রে
♪
অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
ভাইও নাই, বান্ধবও নাই মোর
কে লইতো খবর হায় রে
ভাইও নাই, বান্ধবও নাই মোর
কে লইতো খবর
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জরজর
মনে লয় চলিয়া যাইতাম
থুইয়া বাড়ি-ঘর
বন্ধু তোর লাইগা রে
♪
সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কূলে বইয়া
সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কূলে বইয়া
পাড় হইমু পাড় হইমু করি
দিন তো যায় মোর গইয়া
হায় রে, পাড় হইমু পাড় হইমু করি
দিন তো যায় মোর গইয়া
বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জরজর
মনে লয় বাহির হইতাম
ছাইড়া বাড়ি-ঘর
বন্ধু তোর লাইগা রে
ও বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জরজর
মনে লয় চলিয়া যাইতাম
থুইয়া বাড়ি-ঘর
বন্ধু তোর লাইগা রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri