Kishore Kumar Hits

Selim Chowdhury - Hothath Kosto Eshey şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Prothom Prem


হঠাৎ কষ্ট এসে বেদনায় ভরে যদি মন
শুধু এইটুকু মনে রেখো
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
হঠাৎ কষ্ট এসে বেদনায় ভরে যদি মন
শুধু এইটুকু মনে রেখো
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন

স্মৃতিতে জড়িয়ে থাকা বিরহী সময়
মনের গোপনে রাখা একান্ত বিষয়
স্মৃতিতে জড়িয়ে থাকা বিরহী সময়
মনের গোপনে রাখা একান্ত বিষয়
নীরবে ঘটায় যদি রক্তক্ষরণ
থাকুক বা না থাকুক কোনো কারণ
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
হঠাৎ কষ্ট এসে বেদনায় ভরে যদি মন
শুধু এইটুকু মনে রেখো
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন

ভুল বুঝে যদি কেউ ফিরায়ও মুখ
গোপনে বেড়ে চলে মনের অসুখ
ভুল বুঝে যদি কেউ ফিরায়ও মুখ
গোপনে বেড়ে চলে মনের অসুখ
পুরোনো বিরহ হলে স্মরণ
ভেঙেচুরে সব বাধা-বারণ
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
হঠাৎ কষ্ট এসে বেদনায় ভরে যদি মন
শুধু এইটুকু মনে রেখো
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar