Kishore Kumar Hits

Selim Chowdhury - Shudhu Chunye Daw şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Prothom Prem


শুধু ছুঁয়ে দাও একবার, শপথে
ফেরাবো শোকের প্লাবন এই হাতে, শপথে
শুধু ছুঁয়ে দাও একবার, শপথে
ফেরাবো শোকের প্লাবন এই হাতে, শপথে
শুধু ছুঁয়ে দাও

কৃষ্ণা দশমীর রাত ভরে দেবো নীল জোছনায়
নদীকে পৌঁছে দেবো সাগরে তার ঠিকানায়
কৃষ্ণা দশমীর রাত ভরে দেবো নীল জোছনায়
নদীকে পৌঁছে দেবো সাগরে তার ঠিকানায়
জাগাবো তোমাকে আমি নতুন প্রভাতে
ফেরাবো শোকের প্লাবন এই হাতে, শপথে
শুধু ছুঁয়ে দাও

চৈত্রের মাঠ চষে সাজাবো ফসলি জমি
বিরহে বাতাস ভরে উড়াবো বেলুন রঙিন
চৈত্রের মাঠ চষে সাজাবো ফসলি জমি
বিরহে বাতাস ভরে উড়াবো বেলুন রঙিন
রাখবো তোমাকে ধরে বিরুদ্ধ স্রোতে
ফেরাবো শোকের প্লাবন এই হাতে, শপথে
শুধু ছুঁয়ে দাও একবার, শপথে
ফেরাবো শোকের প্লাবন এই হাতে, শপথে
শুধু ছুঁয়ে দাও

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar