Kishore Kumar Hits

Selim Chowdhury - Dehotori Chere Dilam şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Roopshagore


দেহতরী ছেড়ে দিলাম, গুরু
তোমার নামে
আমি যদি ডুইবা মরি
কলঙ্ক তোমার নামে
দেহতরী ছেড়ে দিলাম, গুরু
তোমার নামে

দেহ-মন সব সঁপিলাম আমি
আমিত্বের ভার তোমায় দিলাম
এই অধমেরে টেনে রাখো, গুরু
তোমার কৃপাডোরে, প্রেমবন্ধনে
দেহতরী ছেড়ে দিলাম, গুরু
তোমার নামে

অন্ধ গোপাল গোঁসাই বলে
ভুলে রইলাম মায়ার জালে রে
এই ভবসাগর পাড়ি দিতে
রক্ষা নাই তুমি বিনে
দেহতরী ছেড়ে দিলাম, গুরু
তোমার নামে
আমি যদি ডুইবা মরি
কলঙ্ক তোমার নামে
দেহতরী ছেড়ে দিলাম, গুরু
তোমার নামে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar