ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
কে বাজাইয়া যাও রে বাঁশি রাজপন্থ দিয়া?
আমারে নি থুইয়া গেলা উদাসী বানাইয়া রে
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
♪
বাঁশিটি বাজাইয়া কালায় থুইলো কদমডালে
বাঁশিটি বাজাইয়া কালায় থুইলো কদমডালে
নিলুয়া বাতাসে বাঁশি "রাধা" "রাধা" বলে রে
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
♪
অষ্ট-আঙুল বাঁশের বাঁশি, মধ্যে মধ্যে ছেদা
অষ্ট-আঙুল বাঁশের বাঁশি, মধ্যে মধ্যে ছেদা
নাম ধরিয়া ডাকে বাঁশি "কলঙ্কিনী রাধা" গো
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
♪
ভাইবে রাধারমণ বলে, শোনো রে কালিয়া
ভাইবে রাধারমণ বলে, শোনো রে কালিয়া
নিভা ছিল মনের আগুন, কে দিলা জ্বালাইয়া রে?
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
কে বাজাইয়া যাও রে বাঁশি রাজপন্থ দিয়া?
আমারে নি থুইয়া গেলা উদাসী বানাইয়া রে
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
ও, কালায় প্রাণটি নিলো বাঁশিটি বাজাইয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri