রূপসাগরে ঝলক মারিয়া –
রূপসাগরে ঝলক মারিয়া কী রূপ তুই দেখাইলি মোরে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
প্রাণবন্ধু রে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
রূপসাগরে ঝলক মারিয়া পাগল করলি আমারে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
প্রাণবন্ধু রে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
♪
এ কী, বন্ধু, তোমারই নীতি
দেশ-বিদেশে মন দিয়া, বন্ধু, করো রে পিরিতি
এ কী, বন্ধু, তোমারই নীতি
দেশ-বিদেশে মন দিয়া, বন্ধু, করো রে পিরিতি
সেই পিরিতি যারে ধরে –
সেই পিরিতি যারে ধরে অন্তর পুইড়া ছাই করে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
প্রাণবন্ধু রে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
♪
এ কী তোমার প্রেমেরই ধারা
আশায় আশায় মন দিয়া, বন্ধু, না দিলা সাড়া
এ কী তোমার প্রেমেরই ধারা
আশায় আশায় মন দিয়া, বন্ধু, না দিলা সাড়া
চিত্তের আগুন জ্বইলা উঠে –
চিত্তের আগুন জ্বইলা উঠে, কী দিয়া নিভাই তারে?
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
প্রাণবন্ধু রে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
রূপসাগরে ঝলক মারিয়া –
রূপসাগরে ঝলক মারিয়া কী রূপ তুই দেখাইলি মোরে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
প্রাণবন্ধু রে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
রূপসাগরে ঝলক মারিয়া পাগল করলি আমারে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
প্রাণবন্ধু রে
একবার এসে, প্রাণ রে বন্ধু, দেখা দাও মোরে
Поcмотреть все песни артиста