চানমুখে মধুর হাসি
ও ভাই, চানমুখে মধুর হাসি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
চানমুখে মধুর হাসি
ও ভাই, চানমুখে মধুর হাসি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
♪
কুতুবদিয়ার দক্ষিণ পাড়ো দি সাম্পানওয়ালার ঘর
লাল বরোতা তুলি দিয়ে সাম্পানর উয়র
কুতুবদিয়ার দক্ষিণ পাড়ো দি সাম্পানওয়ালার ঘর
লাল বরোতা তুলি দিয়ে সাম্পানর উয়র
বাহারমারি যারগই রে সাম্পান
বাহারমারি যারগই রে সাম্পানে রে
ন মানের উজান-ভাটি
ও ভাই, ন মানের উজান-ভাটি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
♪
ওরে ও সাম্পানওয়ালা ভাই
আঁই তো গরিবর মাইয়া, সঙ্গে পইসা নাই
ওরে ও সাম্পানওয়ালা ভাই
আঁই তো গরিবর মাইয়া, সঙ্গে পইসা নাই
পার করি দাও, ও মাঝি ভাই
পার করি দাও, ও মাঝি ভাই রে
কূলত যাই জানে বাঁচি
আঁই কূলত যাই জানে বাঁচি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
চানমুখে মধুর হাসি
ও ভাই, চানমুখে মধুর হাসি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
চানমুখে মধুর হাসি
ও ভাই, চানমুখে মধুর হাসি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
দেওয়াইল্যা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri