বিকাইলে নি ওই বন্ধে কিনে
(ওই বন্ধে কিনে)
ওই বন্ধে কিনে গো, সজনী সই
বিকাইলে নি ওই বন্ধে কিনে
(ওই বন্ধে কিনে)
(ওই বন্ধে কিনে)
ছাড়িয়া থাকতে পারবো না গো
ছাড়িয়া থাকতে পারবো না গো
কী হইলো মোর মনে গো, সজনী সই
বিকাইলে নি ওই বন্ধে কিনে
বিকাইলে নি ওই বন্ধে কিনে
বিকাইলে নি ওই বন্ধে কিনে
(ওই বন্ধে কিনে)
(ওই বন্ধে কিনে)
♪
তার লাগি মনে আমার ধৈর্য নাহি মানে
(ধৈর্য নাহি মানে)
ও, তার লাগি মনে আমার ধৈর্য নাহি মানে
তার মতো নাহি দেখি
তার মতো নাহি দেখি
ধিয়ানে-গিয়ানে গো, সজনী সই
বিকাইলে নি ওই বন্ধে কিনে
বিকাইলে নি ওই বন্ধে কিনে
বিকাইলে নি ওই বন্ধে কিনে
♪
পাগল করিলো বন্ধে না জানি কেমনে
(না জানি কেমনে)
ও, পাগল করিলো বন্ধে না জানি কেমনে
বাঁচবো না গো হাসন রাজা
বাঁচবো না গো হাসন রাজা
প্রাণবন্ধু বিহনে গো, সজনী সই
বিকাইলে নি ওই বন্ধে কিনে
বিকাইলে নি ওই বন্ধে কিনে
বিকাইলে নি ওই বন্ধে কিনে
(ওই বন্ধে কিনে)
♪
হাসন রাজার মনের মাঝে জিয়নে-মরণে
ও, হাসন রাজার মনের মাঝে জিয়নে-মরণে
সর্বদা থাকিতাম আমি
সর্বদা থাকিতাম আমি
বন্ধের চরণে গো, সজনী সই
বিকাইলে নি ওই বন্ধে কিনে
বিকাইলে নি ওই বন্ধে কিনে
বিকাইলে নি ওই বন্ধে কিনে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri