তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে প্রতিটি প্রহরে তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে প্রতিটি প্রহরে ♪ একটি পলক যদি থাকো দূরে সরে যাবো আমি মরে একটি পলক যদি থাকো দূরে সরে যাবো আমি মরে তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে প্রতিটি প্রহরে ♪ দুঃখ-সুখের ভিড়ে তোমায় আপন করে রাখবো বুকে ধরে দুঃখ-সুখের ভিড়ে তোমায় আপন করে রাখবো বুকে ধরে তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে প্রতিটি প্রহরে তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে প্রতিটি প্রহরে