Kishore Kumar Hits

Selim Chowdhury - Ami Morey Gele şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Bristy Pore Tapur Tupur


আমি মরে গেলে
হয়তো চোখের জল ফেলবে
এর চেয়ে বেশি কিছু নয়
নিষ্প্রাণ দেহটাকে কে আর মনে রাখে
তুমিও ভুলে যাবে সবারই মতোই
এর চেয়ে বেশি কিছু নয়
আমি মরে গেলে
হয়তো চোখের জল ফেলবে
এর চেয়ে বেশি কিছু নয়

পৃথিবীর সব কোলাহল
থেমে যাবে জানি একদিন
স্মৃতিরা মরে যাবে
আঁধারে হবে যে বিলীন
পরিচিত প্রিয় মুখ সেদিন হবে পর
ঠিকানা হবে জানি মাটির কবর
এর চেয়ে বেশি কিছু নয়
আমি মরে গেলে
হয়তো চোখের জল ফেলবে
এর চেয়ে বেশি কিছু নয়

প্রতিদিন যাকে ভেবে
কেটে যেতো প্রতিটি প্রহর
ভুলে যাবে তার এ স্মৃতি
রাখবে না কোনো খবর
হাসি আর কান্নায় থাকবে না সে আর
কোনো অবসরে মনে পড়বে তোমার
এর চেয়ে বেশি কিছু নয়
আমি মরে গেলে
হয়তো চোখের জল ফেলবে
এর চেয়ে বেশি কিছু নয়
নিষ্প্রাণ দেহটাকে কে আর মনে রাখে
তুমিও ভুলে যাবে সবারই মতোই
এর চেয়ে বেশি কিছু নয়
আমি মরে গেলে
হয়তো চোখের জল ফেলবে
এর চেয়ে বেশি কিছু নয়
এর চেয়ে বেশি কিছু নয়
এর চেয়ে বেশি কিছু নয়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar