Kishore Kumar Hits

Selim Chowdhury - Meye Tumi Sundori şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Shoponer Fuwara


মেয়ে, তুমি সুন্দরী, কোথায় তোমার ঘরবাড়ি?
মেয়ে, তুমি সুন্দরী, কোথায় তোমার ঘরবাড়ি?
গ্রাম-পোস্টাপিস যাও না বলিয়া
ও রূপ দেখিয়া-
হইলাম প্রেমে দিওয়ানা তোমার লাগিয়া
আমি হইলাম প্রেমে দিওয়ানা তোমার লাগিয়া
মেয়ে, তুমি সুন্দরী, কোথায় তোমার ঘরবাড়ি?
গ্রাম-পোস্টাপিস যাও না বলিয়া
ও রূপ দেখিয়া-
হইলাম প্রেমে দিওয়ানা তোমার লাগিয়া
আমি হইলাম প্রেমে দিওয়ানা তোমার লাগিয়া

চাঁদের হাসি যায় ঝরে সারাটা অঙ্গজুড়ে
চাঁদের হাসি যায় ঝরে সারাটা অঙ্গজুড়ে
লোকের নজর যাবে পড়িয়া
ভুল করিয়া-
যাইয়ো না, যাইয়ো না তুমি একলা চলিয়া
হায় রে, যাইয়ো না, যাইয়ো না তুমি একলা চলিয়া

গোলাপরাঙা অধরে লজ্জা এসে ভিড় করে
গোলাপরাঙা অধরে লজ্জা এসে ভিড় করে
ইচ্ছে করে সোহাগ করিয়া
কাছে ডকিয়া-
রাখি গো তোমায় বুকে যতন করিয়া
আমি রাখি গো তোমায় বুকে যতন করিয়া
মেয়ে, তুমি সুন্দরী, কোথায় তোমার ঘরবাড়ি?
মেয়ে, তুমি সুন্দরী, কোথায় তোমার ঘরবাড়ি?
গ্রাম-পোস্টাপিস যাও না বলিয়া
ও রূপ দেখিয়া-
হইলাম প্রেমে দিওয়ানা তোমার লাগিয়া
আমি হইলাম প্রেমে দিওয়ানা তোমার লাগিয়া
মেয়ে, তুমি সুন্দরী, কোথায় তোমার ঘরবাড়ি?
গ্রাম-পোস্টাপিস যাও না বলিয়া
ও রূপ দেখিয়া-
হইলাম প্রেমে দিওয়ানা তোমার লাগিয়া
আমি হইলাম প্রেমে দিওয়ানা তোমার লাগিয়া

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar