Kishore Kumar Hits

Selim Chowdhury - Dekhey Tumar Chand Bodon şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Shoponer Fuwara


দেখে তোমার চাঁদবদন মন উতলা
আরে, দেখে তোমার চাঁদবদন মন উতলা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
দেখে তোমার চাঁদবদন মন উতলা
আরে, দেখে তোমার চাঁদবদন মন উতলা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা

তোমার কলসি কাঁখে
জল ভরিতে আসিয়াছো যমুনার বাঁকে
তোমার কলসি কাঁখে
জল ভরিতে আসিয়াছো যমুনার বাঁকে
আড়ে আড়ে চাইছো কেন?
তুমি আড়ে আড়ে চাইছো কেন? কেন তুমি সরলা?
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা

তোমার যৌবন ভরা গায়
জীবনসাথী নাই কি তোমার একা যমুনায়?
তোমার যৌবন ভরা গায়
জীবনসাথী নাই কি তোমার একা যমুনায়?
প্রেমনদীতে জোয়ার এলো
আরে, প্রেমনদীতে জোয়ার এলো, ভাসাবো জীবনভেলা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা

যদি ভালোবাসা চাও
প্রেমনদীতে জলতরঙ্গে ভাসাইয়া দাও গাও
যদি ভালোবাসা চাও
প্রেমনদীতে জলতরঙ্গে ভাসাইয়া দাও গাও
তুমি আমি দুইজন মিলে
আরে, তুমি আমি দুইজন মিলে খেলিবো যে প্রেমখেলা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
দেখে তোমার চাঁদবদন মন উতলা
আরে, দেখে তোমার চাঁদবদন মন উতলা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
দেখে তোমার চাঁদবদন মন উতলা
আরে, দেখে তোমার চাঁদবদন মন উতলা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা
হাসি তোমার কত মধুর, মন কত ভালা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar