বন্ধু, তুমি আমার জানের জান
বন্ধু, তুমি আমার প্রাণের প্রাণ
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
আমি জোছনা-সুধা পান করিবো
আমি জোছনা-সুধা পান করিবো, তারা হবে আমার গান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
বন্ধু, তুমি আমার জানের জান
বন্ধু, তুমি আমার প্রাণের প্রাণ
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
♪
অস্তহীনা তোমার উদয়
শান্তি পাবে আমার হৃদয়
অস্তহীনা তোমার উদয়
শান্তি পাবে আমার হৃদয়
নিজগুণে হয়ে সদয়
নিজগুণে হয়ে সদয় না করিয়ো অভিমান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
বন্ধু, তুমি আমার জানের জান
বন্ধু, তুমি আমার প্রাণের প্রাণ
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
♪
তোমারে রাখিয়া বুকে
ধন্য মানি মানবলোকে
তোমারে রাখিয়া বুকে
ধন্য মানি মানবলোকে
আমি সাধ মেটাবো দেখে দেখে
সাধ মেটাবো দেখে দেখে তুমি যে রূপে রূপবান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
বন্ধু, তুমি আমার জানের জান
বন্ধু, তুমি আমার প্রাণের প্রাণ
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
আমি জোছনা-সুধা পান করিবো
আমি জোছনা-সুধা পান করিবো, তারা হবে আমার গান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
বন্ধু, তুমি আমার জানের জান
বন্ধু, তুমি আমার প্রাণের প্রাণ
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
হৃদয়ে থাকো তুমি হৃদ-আকাশের চান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri