Kishore Kumar Hits

Selim Chowdhury - Kala Kajoler Pakhi şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Shoponer Fuwara


এ গো, কালা-
এ গো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই
এ গো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই

সোনার পিঞ্জিরা, সই গো, রুপার টাঙ্গুনি
সোনার পিঞ্জিরা, সই গো, রুপার টাঙ্গুনি
এ গো, লাবের চান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি
এ গো, লাবের চান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই
এ গো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই

পুষিতেছিলাম রে পাখি দুধ-কলা দিয়া
পুষিতেছিলাম রে পাখি দুধ-কলা দিয়া
এ গো, যাইবার কালে বেইমান পাখি না চাইলো ফিরিয়া
এ গো, যাইবার কালে বেইমান পাখি না চাইলো ফিরিয়া
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই
এ গো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই

ভাইবে রাধারমণ বলে, পাখি রইলো কই?
ভাইবে রাধারমণ বলে, পাখি রইলো কই?
এ গো, আইনা দে মোর প্রাণপাখি, পিঞ্জিরাতে থুই
এ গো, আইনা দে মোর প্রাণপাখি, পিঞ্জিরাতে থুই
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই
এ গো, কালা-
এ গো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই
এ গো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই
জলে গিয়াছিলাম, সই, জলে গিয়াছিলাম, সই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar