Kishore Kumar Hits

Selim Chowdhury - Nacher Bhongimaye şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Shoponer Fuwara


নাচের ভঙ্গিমায় ঢেউ তুলিয়া যায়
পল্লীবালা এক রূপসী
নাচের ভঙ্গিমায় ঢেউ তুলিয়া যায়
পল্লীবালা এক রূপসী
রক্তজবা ফুল, আমেরই মুকুল
রক্তজবা ফুল, আমেরই মুকুল
খোঁপায় পরিয়া চলে সুকেশী
পল্লীবালা এক রূপসী
নাচের ভঙ্গিমায় ঢেউ তুলিয়া যায়
পল্লীবালা এক রূপসী

শরমে মরমে মরা, ভালোবাসায় বুক ভরা
আলতা পরা খালি পায়
মোর পানে ফিরে ফিরে চায়
শরমে মরমে মরা, ভালোবাসায় বুক ভরা
আলতা পরা খালি পায়
মোর পানে ফিরে ফিরে চায়
কলমিলতা হতে একটি ফুল হাতে
কাউরে দিতে বুঝি চায়
হায় রে, হায় রে, হায় রে, হায়
চায় কিছু বলিবারে, বলিতে না'রে
চায় কিছু বলিবারে, বলিতে না'রে
আঁখি ঠাহরিয়া মারে হাসি
পল্লীবালা এক রূপসী
নাচের ভঙ্গিমায় ঢেউ তুলিয়া যায়
পল্লীবালা এক রূপসী

ধূলির পথে যেতে তনুর পরশ নিতে
গুনগুন করে ভ্রমরায়
আঁচল বাতাসে উড়ায়
ধূলির পথে যেতে তনুর পরশ নিতে
গুনগুন করে ভ্রমরায়
আঁচল বাতাসে উড়ায়
কেন এ কদমতলা দিন-দুপুরবেলা
একা আসিয়া সে দাঁড়ায়?
হায় রে, হায় রে, হায় রে, হায়
আমির উদ্দীনের মন ভাবিছে এখন
আমির উদ্দীনের মন ভাবিছে এখন
তারে করিবে সে উদাসী
পল্লীবালা এক রূপসী
নাচের ভঙ্গিমায় ঢেউ তুলিয়া যায়
পল্লীবালা এক রূপসী
নাচের ভঙ্গিমায় ঢেউ তুলিয়া যায়
পল্লীবালা এক রূপসী
রক্তজবা ফুল, আমেরই মুকুল
রক্তজবা ফুল, আমেরই মুকুল
খোঁপায় পরিয়া চলে সুকেশী
পল্লীবালা এক রূপসী
নাচের ভঙ্গিমায় ঢেউ তুলিয়া যায়
পল্লীবালা এক রূপসী

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar