কতদিন দেখি না মায়ের মুখ
শুনি না সেই কোকিল নামে কালো পাখির গান
হায় রে পরান, হায় রে পরান
♪
হায় রে, আমার গাঁয়ের বাড়ি
সারি সারি গরুর গাড়ি, মরা নদীর চর
দীঘির জলে হাসের খেলা
প্রজাপতি-ফুলের মেলা, রঙিলা কইতর
হায় রে, আমার গাঁয়ের বাড়ি
সারি সারি গরুর গাড়ি, মরা নদীর চর
দীঘির জলে হাসের খেলা
প্রজাপতি-ফুলের মেলা, রঙিলা কইতর
উঠানে ছড়াইনা সোনার ধান, হায়
হায় রে পরান, হায় রে পরান
♪
হায় রে, আমার রাখাল হিয়া
কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায়
বিকালবেলা বাঁশের বনে
ঝিকিমিকি রোদের সনে মন মিলাইতে চায়
হায় রে, আমার রাখাল হিয়া
কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায়
বিকালবেলা বাঁশের বনে
ঝিকিমিকি রোদের সনে মন মিলাইতে চায়
ভুলিতে পারে না মাটির টান, হায়
হায় রে পরান, হায় রে পরান
কতদিন দেখি না মায়ের মুখ
শুনি না সেই কোকিল নামে কালো পাখির গান
হায় রে পরান, হায় রে পরান
হায় রে পরান, হায় রে পরান
হায় রে পরান, হায় রে পরান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri