নির্জনে অভিসারে ভাসবো দুজনে দূর অজানায়
চুমকুড়ি এঁকে দেবো চোখের পাতায়
ঢেউ তোলা সাগরের জোয়ার-ভাটায়
নির্জনে অভিসারে ভাসবো দুজনে দূর অজানায়
চুমকুড়ি এঁকে দেবো চোখের পাতায়
ঢেউ তোলা সাগরের জোয়ার-ভাটায়
♪
গোধূলির রং মেখে বিনিদ্র চোখেমুখে
শিশিরের ঘ্রাণ শুঁকে ঘন কুয়াশায়
জীবনের সুর খুঁজে অনন্ত সুখে ভিজে
হবো আরও কাছাকাছি প্রেম মেখে গায়
গোধূলির রং মেখে বিনিদ্র চোখেমুখে
শিশিরের ঘ্রাণ শুঁকে ঘন কুয়াশায়
জীবনের সুর খুঁজে অনন্ত সুখে ভিজে
হবো আরও কাছাকাছি প্রেম মেখে গায়
বাহুডোরে বেঁধে নেবো ভালোবাসায়
ঢেউ তোলা সাগরের জোয়ার-ভাটায়
নির্জনে অভিসারে ভাসবো দুজনে দূর অজানায়
চুমকুড়ি এঁকে দেবো চোখের পাতায়
ঢেউ তোলা সাগরের জোয়ার-ভাটায়
♪
বেদনার তারা ঘষে অনন্ত সুখে মিশে
বিরহের ব্যথা শুষে যেন মুছে যায়
আবেগের ফুল ফোটে, সুগন্ধ যেন ছোটে
ধ্রুবতারা জেগে ওঠে নতুন আশায়
বেদনার তারা ঘষে অনন্ত সুখে মিশে
বিরহের ব্যথা শুষে যেন মুছে যায়
আবেগের ফুল ফোটে, সুগন্ধ যেন ছোটে
ধ্রুবতারা জেগে ওঠে নতুন আশায়
প্রাণে প্রাণে মিশে যাবো প্রেমমোহনায়
ঢেউ তোলা সাগরের জোয়ার-ভাটায়
নির্জনে অভিসারে ভাসবো দুজনে দূর অজানায়
চুমকুড়ি এঁকে দেবো চোখের পাতায়
ঢেউ তোলা সাগরের জোয়ার-ভাটায়
নির্জনে অভিসারে ভাসবো দুজনে দূর অজানায়
চুমকুড়ি এঁকে দেবো চোখের পাতায়
ঢেউ তোলা সাগরের জোয়ার-ভাটায়
চুমকুড়ি এঁকে দেবো চোখের পাতায়
ঢেউ তোলা সাগরের জোয়ার-ভাটায়
চুমকুড়ি এঁকে দেবো চোখের পাতায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri