Kishore Kumar Hits

Selim Chowdhury - Chadni Poshorey şarkı sözleri

Sanatçı: Selim Chowdhury

albüm: Chadni Poshorey


চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে
তাহারে চিনিনা আমি
সে আমারে চিনে
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার
বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার
তবু কেন সে আমার ঘরে আসেনা
সে আমারে চিনে কিন্তু আমি চিনিনা
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

সে আমারে থারে থারে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়
সে আমারে থারে থারে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়
ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়াত
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে
তাহারে চিনিনা আমি সে আমারে চিনে
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar