উদাসী হয়ে কাটে ক্ষণ, উদাসী মন সারাক্ষণ
রাত্রি হলে কিছুক্ষণ স্বপ্ন দেখা প্রয়োজন
অভিমান সবটুকু আমায় ছুঁয়ে যায়
কখনো বৃষ্টি হবে, জোনাকি পথ খুঁজে যায়
কতটা আনমনে আমি পথ চেয়ে থাকি
ভুল সব আমারই, ভুল পথে ছুটি একাকী
জানো কি এ মন জানে এ কেন ছুটে চলা
বোঝো কি মন বোঝো, আত্মভোলা
জানো কি এ মন জানে এ কেন ছুটে চলা
বোঝো কি মন বোঝো, আত্মভোলা
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
♪
এখনও পথ হারাই জোনাক-পাখায়
স্মৃতিরা পার করে মনের ঠিকানায়
ভাবছি আসে যায়, চোখের পাতায়
নেই, নেই ঘুম নেই, চোখ কেন কাতরায়?
জানো কি এ মন জানে এ কেন ছুটে চলা
বোঝো কি মন বোঝো, আত্মভোলা
জানো কি এ মন জানে এ কেন ছুটে চলা
বোঝো কি মন বোঝো, আত্মভোলা
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
♪
এখনও তারা ঘুমায় ঐ আকাশের গায়
ঘুমহীন দুচোখ আঁধারে পোড়ায়
কতটা কষ্ট নিয়ে পড়ে থাকি হায়
তবুও চলে সবকিছু অবহেলায়
♪
জানো কি এ মন জানে এ কেন ছুটে চলা
বোঝো কি মন বোঝো, আত্মভোলা
জানো কি এ মন জানে এ কেন ছুটে চলা
বোঝো কি মন বোঝো, আত্মভোলা
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
♪
জানো কি এ মন জানে এ কেন ছুটে চলা
বোঝো কি মন বোঝো, আত্মভোলা
জানো কি এ মন জানে এ কেন ছুটে চলা
বোঝো কি মন বোঝো, আত্মভোলা
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
হয় না, হয় না, হয় না ভালোবাসায় পোড়া
হয় না, হয় না ভালোবাসায় খুঁজে পাওয়া
Поcмотреть все песни артиста