অন্ধকারে বসত করে যায়না দেখা দেয়াল চিরে অন্ধকারে বসত করে যায়না দেখা দেয়াল চিরে দূরের ওই নীল আসমান... একটিবার দুচোখ মেলে হৃদয়পথে দুপা ফেলে দেখো হৃদয় আকাশের সমান... ঘরের চালে জোছনা ঝরে সারা নিশিভর চোখেরই জল যায় যে ছুঁয়ে আমার এ অধর... ঘরের চালে জোছনা ঝরে সারা নিশিভর চোখেরই জল যায় যে ছুঁয়ে আমার এ অধর... কোথাও তুমি যাও হারিয়ে দেখো দেখো এ জল একবার ছুঁয়ে... এ যে আমার আবেগ ভরা বান... রঙের তোড়ে রং হারিয়ে ফেলে আপন ঘর ভুলের শহর দিচ্ছো পাড়ি আমায় করে পর... রঙের তোড়ে রং হারিয়ে ফেলে আপন ঘর ভুলের শহর দিচ্ছো পাড়ি আমায় করে পর... যেওনাগো তুমি চলে বারে বারে এ হৃদয় বলে... তুমি যে মোর পবিত্র বিধান...