আমার সামনেও নেই পিছেও নেই সঙ্গেও নাই কেউ কেন নিজের সাথে নিজে রইলাম জানে নদীর ঢেউ আমার কথায়ও নেই, কাজেও নেই স্বপ্নেও নেইতো কেউ আমার মনের কথা মনে রইলো বইলো নদির ঢেউ আমার মনের কথা মনে রইলো বইলো নদীর ঢেউ বইলো নদীর ঢেউ জানলো নাতো কেউ আকাশ জমিন যা-ই দেখি নীরব জেগে রয় সব মানুষ-ই দারুন একা মেনে নিতে হয় মানুষের আশা যদি দূরাশায় লুকায় শুন্য চলো এমন কথা মেনে নিতে হয় আমার ডানেও নেই বামেও নেই ছিল নাতো কেউ (বইলো নদীর ঢেউ) বইলো নদীর ঢেউ মনের কথা জানলো নাতো কেউ (জানলো নাতো কেউ জানলো নাতো কেউ জানলো নাতো কেউ) বন্ধু বলে যাকে চিনি বন্ধু সেতো নয় বন্ধু ছাড়া বেচে থাকা খুব সহজ নয় জীবনের পাশে যদি শুন্যতা জমায় মনের ঘরে একলা আমি কোথায় যে পালাই আমার চাওয়াতে নাই পাওয়াতে নেই বাস্তবে নেই কেউ আমার মনের কথা রইলো মনে বইলো নদীর ঢেউ আমার মনের কথা রইলো মনে বইলো নদীর ঢেউ বইলো নদীর ঢেউ জানলো নাতো কেউ