Kishore Kumar Hits

Fuad - Shopno Dana şarkı sözleri

Sanatçı: Fuad

albüm: The Best of Fuad, Vol. 3


একটি ছেলে কান্না পেলে
থাকতো বসে একাকী মন উদাস
একটি মেয়ে স্বপ্ন নিয়ে
ছুঁয়ে দিলো সেই ছেলের মন আকাশ
আর আমার ইচ্ছেগুলো
দুঃখ ভুলে স্বপ্ন দেখে যায়
উড়ে যায় স্বপ্ন ডানায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায় (উড়ে যায়), তোমাকে চায় (তোমাকে)
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায় (উড়ে যায়), তোমাকে চায় (তোমাকে)
এই কি ভালোবাসা?

সারা দিন সারা বেলা দিশেহারা
শুধু তোমায় চাওয়া
মনেরই আকাশ জুড়ে দ্বিধা ভুলে
তোমায় পাওয়া
সারা দিন সারা বেলা দিশেহারা
শুধু তোমায় চাওয়া
মনেরই আকাশ জুড়ে দ্বিধা ভুলে
তবে তোমায় পাওয়া
ছুঁয়ে দিলে মন যদি ভুলে থাকো কেনো যে দূর
আর আমার ইচ্ছেগুলো
দুঃখ ভুলে স্বপ্ন দেখে যায়
উড়ে যায় স্বপ্ন ডানায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায় (উড়ে যায়), তোমাকে চায় (তোমাকে)
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায় (উড়ে যায়), তোমাকে চায় (তোমাকে)
এই কি ভালোবাসা?
মনেরই আকাশ জুড়ে...
একটি ছেলে কান্না পেলে
থাকতো বসে একাকী মন উদাস
একটি মেয়ে স্বপ্ন নিয়ে
ছুঁয়ে দিলো সেই ছেলের মন আকাশ
আর আমার ইচ্ছেগুলো
দুঃখ ভুলে স্বপ্ন দেখে যায়
উড়ে যায় স্বপ্ন ডানায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায় (উড়ে যায়), তোমাকে চায় (তোমাকে)
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায় (উড়ে যায়), তোমাকে চায় (তোমাকে)
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায় (উড়ে যায়), তোমাকে চায় (তোমাকে)
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায়, তোমাকে চায়
এই কি ভালোবাসা?
স্বপ্ন ডানা উড়ে যায় (উড়ে যায়), তোমাকে চায় (তোমাকে)
এই কি ভালোবাসা?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar