বাজা! ভালো কইরা বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
A-Alvee
ভালো কইরা বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে (না-নাচে)
ভালো কইরা বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
হুম, আইছে ভাই সুন্দরী
অহন আমি কী করি? (হোপ)
সুন্দরীর খেতায় আগুন, ভাগ তুই তাড়াতাড়ি
আজ ভালা কইরা বাজাও রে দোতারা
গান হুইনা মজা পাইব
দর্শক আর শ্রোতারা
আমার ময়না-টিয়া তোতারা
নাচো ভালা কইরা
ভাল্লাগলেই টাকা দিমু
ছিটিয়া-উরাইয়া
পুরা দেশ-দুনিয়া ঘুরাইয়া
আমি দেই জমাইয়া
ভালো না লাগলে আমার কমলায় দেয় কমাইয়া
তয় loud দে বাড়ায়া
নাচ হইব ধুমাইয়া
কেউ আবার নাচতে-নাচতে
আজকে যাইব ঘামাইয়া
ভালো কইরা বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
সুন্দরী কমলা, আহা
সুন্দরী কমলার চরণে নূপুর
রিমি-ঝিমি কইরা বাজে রে
ভালো কইরা বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে (না-নাচে)
বাজা! ভালো কইরা বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
বহুত হইসে বাস!
এবার রাজ কমলা নাচ
আমি খবর পাইসি নাইচা
তুই উঠান ভাইঙ্গা লাস!
ওরে! দেহাইয়া নাচ
পোলা পটাইতে চাস
এই! তুইতো ললনা খুব ঝামেলার
কমলার বন্যবাস
এই! কমলার বন্যবাসে
গিয়া দেখ মজাই আছে
মজাডা হেই পাইব
যার বাপের টাকা আছে
টাকা কী ধরে গাছে?
কমলার তো, এত টাকা নাই
ওই তো time-pass করতাসে
তিন বেলা কাজ করতাসে
Whatsapp আর messenger-এ
শয়তান ডা উঠলেই ঘাড়ে
Facebook-এ post মাড়ে
"এখনও single আছি"
কইতাসি বাড়ে-বাড়ে
কেউ তো জানে না
মাইয়ায় facebook দিয়াই business করে
এই-এই-এই
তাই বলি ভাই, "কী দরকার আজাইরা প্রেম করবার?"
খাবি-দাবি ঘুরবি-ফিরবি ভালোবাসবি ভাই-brother
আরে তুই কী Mr.অমুক?
আর আমি হাউলাদার
প্রেম ছাড়া আছি ভালা
করি না প্রেমের কারবার
ভালো কইরা বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালো কইরা বাজাও রে দোতারা
সুন্দরী কমলা নাচে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri