বন্ধুরে, মন ছুটেছে মনেরই পিছু বোঝে না সে তুই ছাড়া কিছু তোর ভেতরে আহা কী মায়া! বন্ধুরে, মন ছুটেছে মনেরই পিছু বোঝে না সে তুই ছাড়া কিছু তোর ভেতরে আহা কী মায়া! ও বন্ধুরে- ঢেউয়ে ঢেউয়ে বাড়ে শুধু জল কিছুটা আমার সাথে চল পড়বে পথে প্রেমেরই ছায়া ♪ বুকেরই ভেতরে তোর নামে জোয়ার ওঠে জমে অবুঝ কোলাহল তোর হাসি দেখেছি, খুব ভালোবেসেছি তুইও "ভালোবাসি" বল ♪ আদরে আদরে ওই মেঘে যাব উড়ে আরো কাছে এলে তুই আমি দিশেহারা হয়ে তোকে ছাড়া কখনো চাইনি কিছুই ধীরে ধীরে মরেছি, ও মরেছি আমি শুধু তোরই কারণে তোকে ছাড়া এই জীবনটা ধোঁয়া ভীরু ভীরু জোছনায় এ বুকে হায় আমি পেতে চাই তোরই ছোঁয়া তোরই ছোঁয়া বন্ধুরে, মন ছুটেছে মনেরই পিছু বোঝে না সে তুই ছাড়া কিছু তোর ভেতরে আহা কী মায়া! ও বন্ধুরে ঢেউয়ে ঢেউয়ে বাড়ে শুধু জল কিছুটা আমার সাথে চল পড়বে পথে প্রেমেরই ছায়া