ডানা ভাঙা পাখি হয়ে পড়ে আছি দু'দিকে দু'জন অজানা এক ঝড় এসে এলোমেলো করে দিলো জীবন নেই যে ভালোবাসা সবই যেন ধোঁয়াশা কী অপরাধে বলো হলো এমন আজ তোমাকে ছাড়া আমি যে দিশেহারা নেভানো যায় না এ মনেরই দহন ডানা ভাঙা পাখি হয়ে পড়ে আছি দু'দিকে দু'জন অজানা এক ঝড় এসে এলোমেলো করে দিলো জীবন ♪ তুমিহীনা কাঁদে অবুঝ মনটা আমার শূন্যতার মাঝে মিশে যাই বারেবার ও আমার প্রিয়তমা ফিরে এসো, আমি ভালোবাসবো আবার তুমি জানো না কি বলো দু'চোখ ছলোছলো ঘিরে ধরেছে আঁধার নেই যে ভালোবাসা সবই যেন ধোঁয়াশা কী অপরাধে বলো হলো এমন আজ তোমাকে ছাড়া আমি যে দিশেহারা নেভানো যায় না এ মনেরই দহন ডানা ভাঙা পাখি হয়ে পড়ে আছি দু'দিকে দু'জন অজানা এক ঝড় এসে এলোমেলো করে দিলো জীবন ♪ বুকের মাঝখানে এক অদৃশ্য শিকল কালো মেঘে ঢেকেছে মনের অতল ও আমার প্রিয়তমা ভুলতে পারিনি তোমার ভেজা কাজল আমি জানি না যত বাধা সবই যে কালো-সাদা তবু হৃদয়ে ফাটল নেই যে ভালোবাসা সবই যেন ধোঁয়াশা কী অপরাধে বলো হলো এমন আজ তোমাকে ছাড়া আমি যে দিশেহারা নেভানো যায় না এ মনেরই দহন ডানা ভাঙা পাখি হয়ে পড়ে আছি দু'দিকে দু'জন অজানা এক ঝড় এসে এলোমেলো করে দিলো জীবন