চোখে চোখে কথা হয় হৃদয়ের বিনিময় মনরে মন সেতো মন চেনে না চোখে চোখে কথা হয় হৃদয়ের বিনিময় মনরে মন সেতো মন চেনে না প্রেমেরই ফুল হয়ে ফুটেছি আমি যে কেউ পাবে আর কেউ পাবে না ও কিছুটা হয়তো বদলে গিয়ে মাতাল হয়ে গেছি তোরই প্রেমে একটু ডানা মেলে আয় না পরী হয়ে রাত গভীরে আমার এই অন্তরে চোখে চোখে কি ইশারায় কি বলিস তুই যে আমায় কিছু আছে কিছু নাই এই হৃদয় তো একটাই মনে মনে কথা হয় মনে চলে বিনিময় সুখরে সুখ সেতো সুখ চেনে না মনে মনে কথা হয় মনে চলে বিনিময় সুখরে সুখ সেতো সুখ চেনে না মনেরই ভুল হলে নিজেকে চেনে সে কেউ পারে আর কেউ পারে না কিছুটা হয়তো দিলাম তোকে (আচ্ছা?) আমার মতো করে এই মন থেকে যদিও জানি তুই মনটা চুরি করে এ জীবনে থাকবি তবু অন্তরে চোখে চোখে কি ইশারায় কি বলিস তুই যে আমায় কিছু আছে কিছু নাই এই জীবন তো একটাই চোখে চোখে কি ইশারায় কি বলিস তুই যে আমায় কিছু আছে কিছু নাই এই জীবন তো একটাই চোখে চোখে কি ইশারায় কি বলিস তুই যে আমায় কিছু আছে কিছু নাই এই জীবন তো একটাই