ও, কখনও কি দেখেছিস এ বুকেরই দুঃখ ছুঁয়ে? কখনও কি বুঝেছিস কত না যাতনা রেখেছি পুষে? বল না কী করে থাকি তোরে ছেড়ে কেন বেঁধেছিলি বাসা এ অন্তরে বল না কী করে থাকি তোরে ছেড়ে কেন বেঁধেছিলি বাসা এ অন্তরে ♪ ও, নোনা জলে ছিল বাসা বুকে না বলা কথা ভেবে যাই তোরই কথা কাঁদে শুধু মন ♪ ও, নোনা জলে ছিল বাসা বুকে না বলা কথা ভেবে যাই তোরই কথা কাঁদে শুধু মন বল না কী করে থাকি তোরে ছেড়ে কেন বেঁধেছিলি বাসা এ অন্তরে বল না কী করে থাকি তোরে ছেড়ে কেন বেঁধেছিলি বাসা এ অন্তরে ♪ হো, দুঃখটা দিয়ে আমায় সুখটা নিলি কেড়ে ভুল বুঝি ছিল যেন শুধু আমার ♪ হো, দুঃখটা দিয়ে আমায় সুখটা নিলি কেড়ে ভুল বুঝি ছিল যেন শুধু আমার বল না কী করে থাকি তোরে ছেড়ে কেন বেঁধেছিলি বাসা এ অন্তরে বল না কী করে থাকি তোরে ছেড়ে কেন বেঁধেছিলি বাসা এ অন্তরে