এতটা কাছে তুমি তবু, হায় দেখে তোমায় এ মন ভরে না হৃদয়ে আছ তুমি দেখো, হায় আর কেউ নেই তুমি ছাড়া দেখো ছানছান করে পায়েল বলে রিনিঝিনি বৃষ্টি জানে কত ভালোবাসি তোমাকে এতটা কাছে তুমি তবু, হায় দেখে তোমায় এ মন ভরে না ♪ গুনগুন করে পাখি গান গেয়ে যায় আমি পথ চেয়ে থাকি তোমারই আশায় বলো না, এটা প্রেম নাকি ভালোবাসা দেখো ছানছান করে পায়েল বলে রিনিঝিনি বৃষ্টি জানে কত ভালোবাসি তোমাকে এতটা কাছে তুমি তবু, হায় দেখে তোমায় এ মন ভরে না ♪ মন দিলাম, প্রাণ দিলাম আর কি কিছু বাকি? দুনয়নে আমি শুধু তোমার ছবি আঁকি ও বলো না, এটা প্রেম নাকি ভালোবাসা দেখো ছানছান করে পায়েল বলে রিনিঝিনি বৃষ্টি জানে কত ভালোবাসি তোমাকে এতটা কাছে তুমি তবু, হায় দেখে তোমায় এ মন ভরে না