Kishore Kumar Hits

Arfin Rumey - Khub Adore şarkı sözleri

Sanatçı: Arfin Rumey

albüm: Khub Adore


সারাজীবন আমি শুধু
তোমার হয়ে থাকতে চাই
মনের ঘরে যতন করে
তোমায় ধরে রাখতে চাই
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রঙতুলিতে
তোমাকে রোজ রোজ আঁকতে চাই
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রঙতুলিতে
তোমাকে রোজ রোজ আঁকতে চাই

সকাল-দুপুর, রাত্রিগুলো
চাইছি তোমায় দিতে, হায়
ওই দুহাতে দুহাত রেখে
সুখের নিঃশ্বাস নিতে
চোখটা খুলে বারে বারে
তোমারই মুখ দেখতে চাই
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রঙতুলিতে
তোমাকেই রোজ রোজ আঁকতে চাই
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রঙতুলিতে
তোমাকেই রোজ রোজ আঁকতে চাই

আমার খেয়াল-খুশিগুলো
সাজাই তোমায় নিয়ে, হায়
ভালোবাসি, বেসে যাব
মনের সবটা দিয়ে
চোখটা খুলে বারে বারে
তোমারই মুখ দেখতে চাই
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রঙতুলিতে
তোমাকেই রোজ রোজ আঁকতে চাই
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রঙতুলিতে
তোমাকেই রোজ রোজ আঁকতে চাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar