অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছ চলে, যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয়-গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে
কিছু পুরোনো গান, কিছু পুরোনো ছবির album
এসবই আমার সাথী হয়ে রয়
কাকডাকা ভোরে যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
আমার এই জগৎ বড়ো আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যুই কি শ্রেয় নয়?
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে
♪
আমার সব গান ধুলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে
কেটে যায় আমার সময়
তুমি গেছ চলে, যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয়-গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে
কিছু পুরোনো গান, কিছু পুরোনো ছবির album
এসবই আমার সাথী হয়ে রয়
কাকডাকা ভোরে যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
আমার এই জগৎ বড়ো আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যুই কি শ্রেয় নয়?
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে
♪
আমার সব গান ধুলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে
Sanatçının diğer albümleri
Amar Gorur Garite 2. 0
1983 · single
Bolo Na (Lo-Fi)
2023 · single
Mon Tsunami
2023 · single
Goru Khaye Ghash
2023 · single
Bolna Bhalobashi
2023 · single
Bolo Na
2023 · single
Gorom Lage
2023 · single
Premi O Premi 2.0
2023 · single
Hoilo Na
2022 · single
Benzer Sanatçılar
Porshi
Sanatçı
Mahdi Sultan
Sanatçı
Imran Mahmudul
Sanatçı
Keshab Dey
Sanatçı
Tanjib Sarowar
Sanatçı
Arfin Rumey
Sanatçı
Baul Sukumar
Sanatçı
Anirban Sur
Sanatçı
Samz Vai
Sanatçı
Alvee
Sanatçı
Jisan Khan Shuvo
Sanatçı
Belal Khan
Sanatçı
Shiekh Sadi
Sanatçı
Kazi Shuvo
Sanatçı
Ishrak J Niloy
Sanatçı
Arman Alif
Sanatçı
Dripto
Sanatçı
S.T.A Turjo
Sanatçı
Asif Akbar
Sanatçı