Kishore Kumar Hits

Rakib Musabbir - Bindas şarkı sözleri

Sanatçı: Rakib Musabbir

albüm: Bindas


It's another Rakib production

দিন যে কাটে না আমার, কী যে করি এবার
উপায় একটা বল
রাস্তায় গেলে মেয়েদের দল ঘিরে ধরে
আমায় বলে, "সঙ্গে চল"
এ মন যে আমার পাগল দেওয়ানা
কাছে এসে আমাকে ছুঁয়ে দে না
ও কলি, ও বেলি, ওরে চামেলি
চলে আয় না, চল যাই না আজ বিন্দাস করি
ও কলি, ও বেলি, ওরে চামেলি
চলে আয় না, চল যাই না আজ বিন্দাস করি

আমি অমঙ্গলী, কাছে আয় না সখী
সময় হাতে কম
মনে মনে বলি, চল একসাথে চলি
তুই যে আমার প্রিয়জন
এ মন যে আমার পাগল দেওয়ানা
কাছে এসে আমাকে ছুঁয়ে দে না
ও কলি, ও বেলি, ওরে চামেলি
চলে আয় না, চল যাই না আজ বিন্দাস করি
ও কলি, ও বেলি, ওরে চামেলি
চলে আয় না, চল যাই না আজ বিন্দাস করি

রসের হাঁড়ি ফলে, মিলবে টাকা হলে
বলে উঠে এ মন
চলবে ভুলে গেলে রাত-নিশিয়া যারে
সংগোপনে রে এখন
এ মন যে আমার পাগল দেওয়ানা
কাছে এসে আমাকে ছুঁয়ে দে না
ও কলি, ও বেলি, ওরে চামেলি
চলে আয় না, চল যাই না আজ বিন্দাস করি
ও কলি, ও বেলি, ওরে চামেলি
চলে আয় না, চল যাই না আজ বিন্দাস করি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar