কে আছে বলো এই মনের দাবিদার এ জীবনে তুমি ছাড়া কে আছে আমার কে আছে বলো এই মনের দাবিদার এ জীবনে তুমি ছাড়া কে আছে আমার এমন করে রাখবো ধরে স্বপ্নের মোহনায় এত ভালোবাসা তুমি পাবে কোথায়? এমন করে রাখবো ধরে স্বপ্নের মোহনায় এত ভালোবাসা তুমি পাবে কোথায়? ♪ জীবন যদি থেমে থাকে জীবনের এ প্রান্তে হারাবো আমি তোমারই মাঝে এই মনের অজান্তে জীবন যদি থেমে থাকে জীবনের প্রান্তে হারাবো আমি তোমারই মাঝে এই মনের অজান্তে এমন করে রাখবো ধরে স্বপ্নের মোহনায় এত ভালোবাসা তুমি পাবে কোথায়? এমন করে রাখবো ধরে স্বপ্নের মোহনায় এত ভালোবাসা তুমি পাবে কোথায়? ♪ মরণ যদি কভু আসে, পারবো না মানতে তোমারই জন্য রবো আমি গোধূলি-সীমান্তে মরণ যদি কভু আসে, পারবো না মানতে তোমারই জন্য রবো আমি গোধূলি-সীমান্তে এমন করে রাখবো ধরে স্বপ্নের মোহনায় এত ভালোবাসা তুমি পাবে কোথায়? এমন করে রাখবো ধরে স্বপ্নের মোহনায় এত ভালোবাসা তুমি পাবে কোথায়?