আজ কেন মন শোনে না বারণ? বেহিসাব স্বপ্নে কেন? বল না তুই আমায় এভাবে দিশেহারা করলি কেন ও, আজ কেন মন শোনে না বারণ? বেহিসাব স্বপ্নে কেন? বল না তুই আমায় এভাবে দিশেহারা করলি কেন কীভাবে জানি না থাকতে পারি না তোর থেকে দূরে, বলি শোন রে তুই ছাড়া বুঝি না তুই ছাড়া বুঝি না আর কিছু খুঁজি না তুই ছাড়া বৃষ্টি মেঘ হয়ে আয় সেই আবেগ হয়ে আয় ছুঁতে মন আজ কোনো বাহানায় বৃষ্টি মেঘ হয়ে আয় সেই আবেগ হয়ে আয় ছুঁতে মন আজ কোনো বাহানায় কীভাবে জানি না থাকতে পারি না তোর থেকে দূরে কেন মন রে তুই ছাড়া বুঝি না তুই ছাড়া বুঝি না আর কিছু খুঁজি না তুই ছাড়া তোর কথা ভেবে মন ডাক দিলো আজ এমন উড়েছি তোর কাছে আজ এখন তোর কথা ভেবে মন ডাক দিলো আজ এমন উড়েছি তোর কাছে আজ এখন কীভাবে জানি না থাকতে পারি না তোর থেকে দূরে কেন মন রে তুই ছাড়া বুঝি না তুই ছাড়া বুঝি না আর কিছু খুঁজি না তুই ছাড়া